আতিকুর রহমান সালু

0
138

বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরপূর্তি উপলক্ষ্যে

স্বাধীনতা ও সভ্যতা বিষয়ক কবিতা


অনেক অশ্রু, ঘাম, রক্ত

এবং

স্বাধানতা।

স্বাধীনতার অপর নাম কলমিলতা,

কোন এক সুকণ্ঠির হাসির লহড়ি

পাহাড়ি ঝরনাধারা ও

লাজুক লাজুক প্রেম ।

স্বাধীনতা মানে- ৃ

এক বেলা-আধা বেলা খুঁদ কুড়ো খেয়ে বা না খেয়ে

স্বাধীন ভাবে পথ চলা,

স্বাধীনতা মানে একটা নির্দিষ্ট ভূখন্ড,

একটি মানচিত্র, একটি পতাকা

একটি জাতীয় সংগীত শুধু নয় ,

স্বাধীনতা মানে

একটি গণতান্ত্রিক সরকার ।

স্বাধীনতা মানে একটি সাচ্চা

বিরোধী দল,

ভাসানীর খামোশ হুংকার ।

স্বাধীনতা মানে-

ভাত, মোটা কাপড়

নৃন্যতম শিক্ষা, অসুখে চিকিৎসা-

একটু মাথা গুঁজবার ঠাঁই ।

স্বাধীনতা মানে অপমৃত্যু কিংবা

যখন তখন বেওয়ারিশ লাশ হয়ে যাওয়া নয় ৷

স্বাধীনতা মানে-

স্বাভাবিক মৃত্যুর অধিকার।

স্বাধীনতা মানে দেশটা কারও বাপ-দাদার সম্পত্তি নয়,

লুটে পুটে খাওয়ার অধিকার নয়, স্বাধীনতা মানে-

চুরি, ডাকাতি,রাহাজানি,ছিনতাই খুন, ধর্ষণ, সন্ত্রাস ও দুর্নীতির মুলোচ্ছেদ,

দেশ গড়ার দৃপ্ত প্রত্যয় ।

স্বাধীনতা মানে-

নব বধুর প্রথম চাহনী,

মায়ের কোলে শিশুর দোল খাওয়া, দোয়েল পাখির শীষ,

স্বাধীনতা মানে-

গহীন নদীতে ঝড়ো বাতাসে শক্ত হাতে মাঝির হাল ধরে থাকা। স্বাধীনতা মানে-

মধু চন্দ্রিমা,কখনও স্বপ্ন ভংগের যাতনা!

স্বাধীনতা মানে-

কারও কাছে মাথা নত করা নয়, স্বাধীনতা মানে-

সেলাম জাঁহাপনা-আপনি

যা বলেন তাই সত্য নয়,

স্বাধীনতা মানে-

একুশের মহা মন্ত্র,

ভাষার অধিকার,রক্তাক্ত সিড়ি

উনসত্তুরের গণ অভ্যুত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধ

মানুষের মত বাঁচার অধিকার,

সখীনার চোখের জল

মুছে ফেলার নাম ৷

স্বাধীনতা মানে-

যেমন তেমন ভাবে ক্ষমতায় যাওয়া নয়, ক্ষমতায় গিয়ে দেশের কল্যাণ করা, মানুষের ভালোবাসা অর্জন ।

একদিন ছিল সেই অরন্যের ভালোবাসা, মানুষের দুঃখে মানুষ ছিল বড় দুঃখী, সুখে ছিল সুখী।

অরন্যের সেই সভ্যতা

আমরা যাকে বলি অসভ্যতা

দারুন লজ্জায় ঘৃণায় মুখ লুকায়, আজ আমাদের এই সভ্যতার পূজারী মানুষের নিষ্ঠুর বর্বরতা দেখে!

তখন আমার বিবেক আবারও

জাগ্রত হয়,

আমি ফিরে যাই সেই অরণ্যের কাছে

নতুন করে স্বাধীনতা আর সভ্যতার পাঠ নিতে সাম্যের পাঠশালায়। আমি নতুন করে তখন- স্বাধীনতার মানে খুজে পাই, স্বাধীনতা মানে-

যা কিছু করা নয়, স্বাধীনতা মানে- যা কিছু বলা নয়, স্বাধীনতা মানে- যা কিছু লেখা নয়, স্বাধীনতা মানে নিজের অধীনতা, নিজের প্রতি নিজের কঠোর কঠিন শৃংখল আরোপ করার নাম! স্বাধীনতা মানে-

সকল ধর্ম-মতের প্রতি শ্রদ্ধা

পোষণ করার নাম ।

স্বাধীনতা মানে-

ষড়যন্ত্র প্রতিরোধ,

সার্বভৌমত্ব রক্ষার নব অঙ্গীকার ।

হে স্বাধীনতা

তুমি অর্থহীন নও,নও তুমি

অর্বাচীন,

তোমাকে প্রেমময়ী করে তুলতে

আরও বঙময় করে তুলতে আতি আবারও রক্ত

দিতে প্রস্তুত।

স্বাধীনতা, হে স্বাধীনতা

তুমি কি দেখনি তোমার পাহারায় রয়েছে কোটি জাগ্রত জনতা ৷

Atiqur Rahman Salu

Atiqur Rahman Salu was born in 1948 in Tangail. He studied at Karatia College and obtained a law degree from Dhaka University. He played a leading role in progressive student movements in the 1960s.  Currently,  a member of the diaspora community, he continues to participate in social and cultural affairs as an activist and a poet.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here